এক্সক্লুসিভ ডেস্ক : মঙ্গলায়ন অভিযান সফল হওয়ার পর ভারতীয় মহাকাশযান ইসরোর পরের টার্গেট মহাকাশে মানুষ পাঠানো। ২০২১ সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণণ একথা জানিয়েছেন। ডিসেম্বরে শ্রীহরিকোটা থেকে জিএসএলভি এমকে ৩-এর সফল উৎক্ষেপণের পরই এই নিয়ে কাজ শুরু হবে।
তিনজনকে মহাকাশে পাঠানো হবে বলেই ইসরোর তরফে জানানো হয়েছে। যে মহাকাশযানে করে মহাকাশে মানুষ পাঠানো হবে তার প্রতিকৃতি তৈরি করে ট্রেনিং করাবে ইসরো। তবে কাদের পাঠানো হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ইসরো চেয়ারম্যান আরও জানিয়েছেন মঙ্গলে কিউরিওসিটি তার কৌতুহল পূরণ করেই চলেছে। এখনও পর্যন্ত কিউরিওসিটির কাজে কোনও অসুবিধা হচ্ছে না।